১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৯
শিরোনামঃ
বরিশাল নগরীতে সাবেক কাউন্সিলের কার্যালয় জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আদালত চত্বরেই প্রকাশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজারকে হত্যার হুমকি! মধ্যরাতে ছাড়বে তারেক রহমানের ফ্লাইট ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আটক ১ পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণী খুন, গ্রেপ্তার ১ ভাণ্ডারিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ী খুন করে মালামাল চুরি, একজন গ্রেফতার বরিশালে মক্তবে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেফতার বরিশালে শরীরে কফিনের কাপড় জড়িয়ে সাংবাদিক ফিরোজের প্রতিবাদ বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার ভাঙচুরের দেড় বছর পরও সংস্কার হয়নি বরিশালের বৃহত্তম বধ্যভূমি

শেবাচিম হাসপাতাল হতে পারে কমপ্লিট শাটডাউন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৭ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
নিরাপদ কর্মস্থলের দাবিতে ৪৮ ঘন্টার মাথায় পূর্ণ শাটডাউনে যাওয়ার আল্টিমেটাম দিয়েছে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সোমবার (১৮ আগস্ট) বেলা ১২ টায় হাসপাতালের তৃতীয় তলার সভাকক্ষে এক সংবাদ সম্মলেনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মিডলেভেল ডক্টরস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত।
তিনি বলেন, শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সকল স্তরের চিকিৎসকবৃন্দ, ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, নার্সিং অফিসার, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং চতুর্থ শ্রেণির কর্মচারীবৃন্দ একত্রিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, পূর্ণ শাটডাউনের যাওয়ার পূর্বে সোমবার ও মঙ্গলবার হাসপাতালের সামনে নিরাপদ কর্মস্থলের দাবিতে বেলা সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত একঘন্টা করে শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হবে। তবে এই ৪৮ ঘন্টার মধ্যে ডাক্তার ও কর্মচারীদের ওপর হামলাকারী দোষীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা ৪৮ ঘন্টা পরে পূর্ণ শাটডাউনে যাবো।
তিনি বলেন, বরিশালবাসীর জনস্বাস্থ্য ও রোগীদের কথা বিবেচনা করে আমরা ৪৮ ঘন্টা আমাদের সার্ভিস চালু রাখবো। তবে এ ৪৮ ঘন্টার মধ্যে হাসপাতালের কোন কর্মকর্তা ও কর্মচারী বা হাসপাতালের কোন স্থাপনার ওপর হামলা হয়, কিংবা কোন অপ্রিতীকর ঘটনা ঘটে তাহলে আমরা তাৎক্ষনিক কর্মবিরতিতে যাবো। আর এ জন্য দায়ী থাকবে হামলাকারীরা।
সংবাদ সম্মেলনের আগে সভাকক্ষে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর এর উপস্থিতিতে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিচালক কোন কথা বলতে না চাইলেও সংবাদ সম্মেলন করেন সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে হাসপাতালের সামনে বান্দরোডে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন করে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo