

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনায় ৬৯ জন রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এর মধ্যে ইসির নিজস্ব কর্মকর্তার সংখ্যা মাত্র তিনজন, আর বাকি দায়িত্ব পালন করবেন বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা (ডিসি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর ওপর গণভোট। সেদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের তিনজন কর্মকর্তাসহ মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনায় ৬৯ জন রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ইসির নিজস্ব কর্মকর্তার সংখ্যা মাত্র তিনজন, আর বাকি দায়িত্ব পালন করবেন বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা (ডিসি)।
google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন।
আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর ওপর গণভোট। সেদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের তিনজন কর্মকর্তাসহ মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন খুলনা-৩ আসনে। ঢাকার বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ ৬৪ জেলার ডিসিরাও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ নিয়ে এবার প্রথমবারের মতো ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।