১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৯
শিরোনামঃ
বরিশাল নগরীতে সাবেক কাউন্সিলের কার্যালয় জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আদালত চত্বরেই প্রকাশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজারকে হত্যার হুমকি! মধ্যরাতে ছাড়বে তারেক রহমানের ফ্লাইট ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আটক ১ পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণী খুন, গ্রেপ্তার ১ ভাণ্ডারিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ী খুন করে মালামাল চুরি, একজন গ্রেফতার বরিশালে মক্তবে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেফতার বরিশালে শরীরে কফিনের কাপড় জড়িয়ে সাংবাদিক ফিরোজের প্রতিবাদ বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার ভাঙচুরের দেড় বছর পরও সংস্কার হয়নি বরিশালের বৃহত্তম বধ্যভূমি

রাজনীতি ছাড়তে নেছারাবাদে দুই জামায়াত নেতাকে উড়ো চিঠি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৪ সংবাদটি পঠিত

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদে ডাকযোগে দুই জামায়াত নেতার নামে উড়ো চিঠিতে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নেতারা পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।আজ সোমবার নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযোগে জানা যায়, গত শনিবার স্বরূপকাঠি উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.আব্দুর রহমানের নামে ডাকযোগে রেজিস্ট্রিকৃত একটি চিঠি আসে। চিঠিতে আব্দুর রহমানকে জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। একইসঙ্গে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। চিঠির খামের ওপর প্রেরকের নাম মো.কবির মিয়া,ঠিকানা নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রাম বলে উল্লেখ রয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামকেও রাজনীতি ছাড়ার জন্য চিঠিতে হুমকি দেওয়া হয়। ওই চিঠির খামের ওপরে প্রেরকের নাম লেখা ছিল মো. জাহিদ সিকদার। তিনি স্বরূপকাঠি উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বাসিন্দা বলে উল্লেখ রয়েছে।এ বিষয়ে জামায়াতে ইসলামীর স্বরূপকাঠি পৌর-শাখার আমির মাওলানা মো.জহিরুল ইসলাম বলেন,‘আমাদের দলের ইউনিয়নের দুইজন নেতাকে ডাকযোগে রেজিস্ট্রিকৃত চিঠির মাধ্যমে রাজনীতি ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে চিঠিতে তাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে। আমরা চিঠিতে দেওয়া নাম ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ওসি মো.বনি আমিন বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। চিঠিতে উল্লিখিত মোবাইল নম্বর ট্র্যাকিং করে জানতে পেয়েছি, নম্বরগুলো চট্টগ্রামের। তারপরও বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo