

নিজস্ব প্রতিবেদক ॥
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে পুলিশি সেবাকে জনগণ তথা ভুক্তভোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে অহর্নিশ কাজ করে যাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
এরি ধারাবাহিকায় গতকাল রোববার রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের নৈশ পাহারা তদারকি, যাত্রী এবং পথচারীদের চলাচলের ক্ষেত্রে সমস্যা ও স্বস্তির বিভিন্ন দিক জানতে তাদের সাথে কথা বলেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।
এ সময় তিনি নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টের চেকপোস্ট তদারকি, নথুল্লাবাদ বাস স্ট্যান্ডসহ পাবলিক প্লেসে পথচারী, যাত্রী ও সংশ্লিষ্ট সেবা প্রত্যাশীদের সাথে কথা বলে যাত্রাপথে সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধ সম্পর্কে তাদেরকে সচেতন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/উত্তর) সুশান্ত সরকার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা বৃন্দ।