১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বিএনপি নেতার বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর আটক পটুয়াখালীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ইউপি সদস্যের বাড়িতে সন্তানসহ দুই নারী বরিশালে হেলমেট চুরির শাস্তি শীতের রাতে পুকুরে কান ধরে ২০ ডুব বরিশাল নগরীতে সাবেক কাউন্সিলের কার্যালয় জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আদালত চত্বরেই প্রকাশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজারকে হত্যার হুমকি! মধ্যরাতে ছাড়বে তারেক রহমানের ফ্লাইট ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আটক ১

বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর আটক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে বিপুল অংকের জাল টাকাসহ চার কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে কয়েক ঘণ্টা বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক কিশোররা হলেন: নগরীর হাসপাতাল রোড এলাকার ঝাউতলা ৩য় গলির শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮), ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)। আটকরা সবাই শিক্ষার্থী।

গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার বেলালের চায়ের দোকানে ১শ টাকার একটি নোট দিয়ে শাওন ও আলিফ নামে দুই কিশোর সিগারেট কেনেন। তখন দোকানদারের বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয়দের জানান।

বগুড়া রোডের বাসিন্দা মুন্না বলেন, ১শ টাকার নোটটি দেখে সন্দেহ হয়। এরপর একজন কিশোরের শরীর তল্লাশি করে ১শ টাকার আরও সাতটি নোট পাওয়া যায়। এরপর তাদের গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

নগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ফিরোজ জানান, বগুড়া রোডের কয়েকজন বাসিন্দা ওই দুই কিশোরকে জাল টাকাসহ আটক করে তাদের হেফাজতে দেন। পরবর্তীতে কিশোর শাওনের দেওয়া তথ্যে প্রথমে ভাটিখানা কাজীবাড়ী মসজিদ সংলগ্ন একটি ভবনের নীচতলায় তানভীরের বাসায় অভিযান চালিয়ে বিপুল অংকের জাল টাকার ১শ ও ৫০ টাকার নোট উদ্ধার করে।

এসময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। তানভীরের দেওয়া তথ্যে নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo