

নিজস্ব প্রতিবেদক: বরিশালে সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়কালে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহরের হাসপাতাল রোড এলাকার ব্যবসায়ী খন্দকার ফার্নিচারের মোঃ লিয়াকত আলীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শহরের ভাটার খাল এলাকার বাসিন্দা মো. মামুন রেদোয়ান ও পলাশপুর এলাকার জাহাঙ্গীর মোল্লা।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. লিয়াকত আলী জানান, চলতি মাসের ৬ ডিসেম্বর মামুন রেদোয়ান নামে এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে তার সঙ্গে দেখা করেন এবং গোপন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবী করে। সেসময় ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। আরো ৮০ হাজার টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন।
তিনি জানান, পরবর্তীতে দাবিকৃত টাকা নিতে আসলে মঙ্গলবার দুপুরে স্থানীয় ব্যবসায়ীরা ওই দুজনকে আটকে পুলিশে সোপর্দ করে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা ভুক্তভোগী এক নারী জানান, চলতি মাসের ৪ ডিসেম্বর মামুন রেদোয়ান তাকে ও তার মেয়েকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে দুই লাখ টাকার সোনার গয়না নিয়ে যায়।
এদিকে অপসাংবাদিকতা দমনে বরিশালের ১৫টি সাংবাদিক সংগঠনের সমন্বিত জোটের মুখপাত্র ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ বলেন, বরিশালে একটি চক্র সাংবাদিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে অপরাধ করছে। এতে প্রকৃত সাংবাদিকতার সুনামহানি হচ্ছে। আগেও দুজন ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে আজও দুইজন ধরা পড়েছে। রিমান্ডে নিলে পুরো চক্রের তথ্য বেরিয়ে আসবে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন–উল–ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।